Ticker

6/recent/ticker-posts

Flow chart লেখার নিয়মঃ HSC Flow Chart Writing Easy Rules

 

Flow chart লেখার নিয়মঃ            



উচ্চ মাধ্যমিকের বেশকিছু শিক্ষার্থীদের কোচিং ক্লাস নেয়ার সুবাদে জানতে পেরেছি Flow Chart লেখার ক্ষেত্রে তাদের দুর্বলতার কথা। প্রায় অনেক শিক্ষার্থীই আছে, যারা পরীক্ষায় পাশ করার জন্য Flow Chart টপিকটি মুখস্থ করে পড়ে।

হুম,এটা সত্য যে উচ্চমাধ্যমিকে ইংরেজি ১ম পত্রের " Flow Chart" হচ্ছে এমন একটি প্রশ্ন,যেটা তে খুব সহজেই ১০ এর মার্কস এর মধ্যে "মাত্র ৫টা বাক্য" তৈরি করে লিখে দিলেই / পাওয়া সম্ভব।শুধু তোমাকে "Flow Chart" তৈরি করার নিয়ম এবং পদ্ধতি গুলো জানতে হবে।

 

এই "Making Flow Chart" প্রশ্নটা সাধারনত তোমাদের ইংরেজি প্রথম পরীক্ষার নং প্রশ্নে এসে থাকে।কিন্তু,মাঝেমাঝে এটা না এসে,এটার জায়গায় "Completing table from the Passage" এসে থাকে।তবে বোর্ড-পরীক্ষায় "Making Flow Chart" বেশি এসে থাকে।যাই আসুক,উভয় ক্ষেত্রেই একটা "Seen Passage" দেওয়া হয় এবং সেটি থেকেই উত্তর করতে বলা হয়।

 

==>তো,চলো দেখি কিভাবে লিখতে হয় এর উত্তর:-

 

"Flow Chart"কী?

 

=>"Flow Chart" কথাটি থেকেই বোঝা যাচ্ছে যে,এটা এমন একটা চার্ট যেখানে "Sentence" এর "Flow" থাকবে অর্থাৎ একটার পর একটা সামঞ্জস্যতা পূর্ণ খন্ডবাক্য বসে,একটা খুব সুন্দর চার্ট বানাবে।এটির উত্তর লিখতে অবশ্যই বক্স করে বক্সের ভিতর উত্তর লিখতে হবে,এবং অবশ্যই -----> (এ্যারো) চিহ্ন দিয়ে একটি বক্সের সাথে আর একটি বক্স সংযুক্ত করে দিতে হবে।এবার তুমি উপর-নিচ লিখ আর পাশাপাশি।তবে,উপর নিচ লিখলে সুন্দর হয়।

 

উত্তর করার ধাপ:-

 

Step-1:

 সাধারনত প্রশ্নে একটা ক্লু দেওয়া থাকে,বাকি পাঁচটা তোমাদের করতে বলা হয়।তো যে ক্লু টা দেওয়া আছে,সেটা পড়বে ।বাংলা অর্থ বুঝবে

 

Step-2:

তারপর ভালোভাবে প্রশ্নে দেওয়া "Seen Passage" টা / বার পড়বা।এবং প্রশ্নের ক্লু টার সাথে যেই কথাগুলোর মিল মনে হচ্ছে সেগুলার নিচে দাগ দিয়ে পয়েন্ট করবে

 

Step-3:

 (লিখার মূল নিয়ম):- পাঁচটা বাক্য লিখার ক্ষেত্রেই নিচের কথা গুলো মনে রাখবে -

 

1)      সাধারনত Full Sentence লিখা যাবে না।

       2 ) Subject লিখা যাবে নাহ।

       3 ) Proper noun না হলে প্রতিটি বাক্যের প্রথম Letter ছোট হবে।

       4) শেষে Full Stop দেওয়া যাবে নাহ।

 

আবার,ফ্লো-চার্ট লিখার কিছু পদ্ধতি আছে,যেগুলো তোমার ফ্লো-চার্ট কে অনেক সুন্দর এবং অর্থবহ করে তুলবে।

 

"Sentence" এর "Flow" টা কে ঠিক রাখবে,সর্বোপরি বেশি মার্কস পেতে সহায়ক হবে।তবে,এভাবেই লিখতে হবে সেটা বাধ্যতামূলক নাহ।তোমার "Sentence" এর "Flow" টা ঠিক থাকলেই হবে।

 

তো চল দেখি সে পদ্ধতিগুলো:-

System-1: প্রথম ক্লু টি "Phrase(words without verbs)" থাকলে পরবর্তী ৫টা "Phrase" আকারেই করবা।

 

System-2: "Verb + ing + extension" আকারে থাকলে পরবর্তী ৫টা স্ট্রাকচারে লিখবা।

System-3:- "Being+ extension" দিয় শুরু হলে তুমি প্যাসেজ যে বাক্যগুলো প্রথম ক্লু এর সাথে সামঞ্জস্যপূর্ণ পেয়েছ,সেগুলো যদি "Am/is/are/was/were" যুক্ত হয় তাহলে সেগুলোকে(বাকি ৫টা কে)"Being + extension" আকারে লিখবা।

System-4:- "Having + extension" দিয়ে থাকলে Passage সামঞ্জস্যপূর্ণ "Have/has/had" যুক্ত বাক্য গুলো "Having + extension" আকারেই লিখবা।

System-5:- প্রথম ক্লু Infinitive অর্থাৎ to + verb in base form থাকলে পরবর্তী ৫টা এই স্ট্রাকচারেই লিখবা।

System-6:- প্রথম ক্লু Gerund/Participle অর্থাৎ Verb in base form(V1) + ing + extension আকারে থাকলে বাকি ৫টাও আকারে লিখবা।

 

ফ্লো-চার্ট " No box, No marks!"

 

এবার তোমার যেকোন এক গাইড বই থেকে,"Flow-Chart" প্রাকটিস করা শুরু কর Passage পড়ে

 

অথচ, সত্যিকার অর্থে ইংরেজি মুখস্থ করার মতো কোনো বিষয় না। বেশ কিছু কৌশলের মাধ্যমে ইংরেজীকে আয়ত্ত করতে হয়। তাই আজ আমি মুখস্থ করার পরিবর্তে Flow Chart লেখার সহজ কিছু নিয়ম তোমাদের কাছে তুলে ধরবো, যা অনুসরণ করলে কোন প্রকার মুখস্থ ছাড়াই তুমি এই টপিকে বেশ ভালো করে উত্তর দিতে পারবে।

HSC Flow Chart Writing Easy Rules

Flow Chart লেখার সময় বেসিক কিছু নিয়ম অনুসরণ করো। এর ফলে Flow Chart লেখা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। যেমন:

. প্রথমেই একটি টাইটেল বা শিরোনাম দাও: Flow Chart লেখার শুরুতেই একটি টাইটেল বা শিরোনাম দাও। তোমার দেয়া টাইটেল বা শিরোনামটি হবে প্রশ্নের ওপর ভিত্তি করে। টাইটেলটি খুব বেশি বড় না করে সংক্ষিপ্ত করার চেষ্টা করো।

 

. ছয়টি আয়তক্ষেত্র তৈরি করো: তোমার লেখার জন্য টি আয়তক্ষেত্র বক্স তৈরি করো। বক্সগুলোর আকৃতি যেন খুব বেশি বড় আবার খুব বেশি ছোট না হয়। তোমার লেখা যেন এর মধ্যে খুব সুন্দর ভাবে ধরে, সেই পরিমাণ জায়গা নিয়ে টি বক্স তৈরি করো।

উল্লেখ্য, প্রশ্নেই তোমার জন্য একটি বক্স দেয়া থাকবে। সেই বক্সের লেখাসহ সর্বমোট টি বক্স তৈরি করবে।

. বক্সগুলোর ধারাবাহিকতা ঠিক করো: বক্সগুলো একসাথে horizontal আবার vertical হতে পারে। যে কোন একটি স্টাইল নির্বাচন করো। তবে vertical স্টাইলটিই বেছে নেয়া উত্তম।

. তীর চিহ্ন ব্যবহার করো: প্রতিটি বক্সের মধ্যে নির্দেশনামূলক তীর চিহ্ন (↓) ব্যবহার করো।

. সংখ্যা ব্যবহার করো: প্রতিটি বক্সের মধ্যে ধারাবাহিক সংখ্যা (,,) ব্যবহার করো।

. বড় হাতের অক্ষর দিয়ে শুরু করো: প্রতিটি বক্সের মধ্যে লেখা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করো

. ধারাবহিকতা বজায় রাখো: প্যাসেজ থেকে লেখার সময় ধারাবহিকতা বজায় রাখার চেষ্টা করো। অর্থাৎ, প্রথম থেকে লিখতে লিখতে শেষের দিকে যাও। কখনোই এলোমেলোভাবে লিখবে না।

. বিরামচিহ্ন বর্জন করো: প্রতিটি লেখা শেষে কোন প্রকার বিরাম চিহ্ন বা punctuation ব্যবহার থেকে বিরত থাকো।


এবার চলো, এই নিয়মগুলো অনুসরণ করে নিচের প্রশ্নটির সমাধান খুঁজে বের করি।

 

Read the following text and make a flow-chart showing the specialties of Gazi Pir (One is done for you)

 

According to some myths and legends, Gazi Pir was a Muslim saint who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans. He was credited with many miracles. For example, he could supposedly calm dangerous animals and make them docile. He is usually depicted in paats or scroll paintings riding a fierce-looking Bengal tiger, a snake in his hand, but in no apparent danger. According to some stories, he also fought crocodiles who threatened the people of a region full of canals and creeks, indeed, a kind of watery jungle bordering the Bay of Bengal. Because of his alert and vigilant presence, all predatory animals were said to have been kept within bounds. It was also believed that he enabled villagers to live close to forests and jungles and cultivate their lands. Consequently, people of these regions would pray to him for protection. The story of Gazi Pir has been preserved in folk literature as well as art and has been performed in indigenous theatre. In fact, some Gazipaat scrolls are part of the collection of the British Museum.


When you going to write a flow chart, keep in mind:

 

 At first give a title.

 Use 6 rectangular/square boxes including the given box.

 Boxes can be horizontal or vertical.

 Use arrow sign between two boxes.

 Use numeric letters serially in each box.

 Start points with capital letters.

 Start your points according to the structure are given bellow:

 

 

 Maintain order.

 Writing points precisely avoiding article, adverb etc.

 Avoid punctuation at last of each point.

Flow Chart ভাবে হয় :

প্রথম বাক্সের মধ্যে বাক্যেটি যদি নিচের যেকোন টি নিয়ম আসে তাহলে পরের বাক্যেগুলো ওই নিয়মে হবে…….


Rule 1.    By + v1(ing) + obj .....

 

     যেমন: By going there..

 

Rule 2.   V1+(ing)+ obj…  

 

  যেমন: Going there….

 

Rule 3.  To + V1 + obj…

              

 যেমন: To go There….

Rule 4.   Having + V3 + obj..  

 

  যেমন: Having gone there…

 

Rule 5.  Noun verb/ obj…    

 

    যেমন: Homeless is the boys.

 

Rule 6.   V3 + obj…  

        

     যেমন: Gone there…        

 

Flow Chart  full marks পাওয়ার  সহজ  পদ্ধতিঃ

 

-ফ্লোচার্ট  টা  অনেক  সহজ হলেও কেন যেন আমরা এটাকে অনেক বেশী কঠিন মনে করি। হয়ত কঠিন আমরা  নিজেরাই বানিয়ে ফেলি। 

 

 

তাই চলো আজকে আমরা ফ্লোচার্ট  নিয়ে কিছু কথা বলি আর আমাদের দূর্বলতাকে কাটিয়ে  ওঠার ট্রাই করি।

 

যা খেয়াল রাখতে হবেঃ



1) A flow chart showing থেকে পুরোটা লিখতে হবে তারপর দিতে হবে is given below.



2) No box, no marks.



3) বক্সের ভিতরে যা লিখবে তারপরে (.) ফুল স্টপ লেখা যাবে না। ফুল স্টপ দিলেই নাম্বার পাবে না।



4) খেয়াল রেখো যেন বক্স গুলো একই মাপের হয়৷



5) (  ) এই চিহ্ন দিতে হবে।  না হলে নাম্বার পাবে না।

 

6) বক্সে নাম্বারিং যেমনঃ (1.) থাকলে তোমাকেও নাম্বারিং দিতে হবে।



7) যেই বক্স তোমার জন্য করা থাকবে সেই বক্সসহ লিখবে কিভাবে লিখবে অথবা কোন রুলস ফলো করবে তার কিছু নিয়ম দেওয়া হলঃ

 

1) কোন sentence লেখা যাবে না।



2) Subject দিতে পারবে না।



3) সব সময় Pharase (বাক্যাংশ) দিয়ে করতে হবে।



4) একটি word দিয়ে বক্স পূরণ করা যাবে।



5) Verb+ing+some words



6) To+verb+some words



7) subj+verb+ing+some words



8)কোন প্রকার possesive যেমনঃ his, her, my, our, its etc. দেওয়া যাবে না।



9) Determiner + adj + noun



10) Participle(v3)+some words

 

Post a Comment

0 Comments