Ticker

6/recent/ticker-posts

Suffix Prefix এর সহজ নিয়ম | Suffix and Prefix class 8, SSC, HSC, & Admission.

Affix : Affix মানে হলো জুড়ে দেওয়া। যদি আমরা সরল ভাষায় বলি, তাহলে Affix হলো semi-words বা অর্ধ শব্দ বা শব্দাংশ। এরা কখনো স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না বা এদের নিজস্ব স্বাধীন কোন অর্থ নেই। কিন্তু যখন এটা কোনো Root Word বা মূল শব্দের এর সাথে Attach/Fix করা হয়, তখন ইহা অর্থ প্রকাশে সাহায্য করে।

 Suffix& Prefix

Prefix & Suffix এর আলোচনা করতে গেলে যে   Term টা সামনে আসে সেটা হল - Affix.
 
এখন প্রশ্ন হলো, what is Affix?
 
Affix : Affix মানে হলো জুড়ে দেওয়া। যদি আমরা সরল ভাষায় বলি, তাহলে Affix হলো semi-words বা অর্ধ শব্দ বা শব্দাংশ। এরা কখনো স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না বা এদের নিজস্ব স্বাধীন কোন অর্থ নেই। কিন্তু যখন এটা কোনো Root Word বা মূল শব্দের এর সাথে Attach/Fix করা হয়, তখন ইহা অর্থ প্রকাশে সাহায্য করে।
 
 Affix সাধারণ তিন প্রকার
 
↙⬇↘
 
Prefix                      Suffix                      Infix
 
 
নিচের Diagram টি লক্ষ্য করো,
Affix
↙⬇↘
Prefix    Root Word    Suffix

Infix
 
Prefix বা Suffix কোনটিরই নিজস্ব কোন শাব্দিক অর্থ নেই। উহারা কেবল অন্য শব্দের সাথে যুক্ত হয়ে শব্দে পরিবর্তন ঘটায়। Prefix মূল শব্দে পূর্বে এবং Suffix মুল শব্দের পরে যুক্ত হয়। Prefix বা Suffix যুক্ত করে একই শব্দকে বিভিন্নভাবে পরিবর্তন করে বিভিন্ন বাক্যে বিভিন্ন Part of Speech রূপে ব্যবহার করা যায়।
 
Root word: একটি অর্থপূর্ণ মূল  word ।অর্থাৎ Word এর সেই অংশ যাতে word টির মূল অংশ  নিহিত থাকে।
 
 Suffix (প্রত্যয়): যে Letter বা Letter সমষ্টি কোন Word এর শেষে বা অন্তে যুক্ত হয়ে উহার কতকটা অর্থ পরিবর্তন সাধন করে, তাকে Suffix বলে।
অর্থাৎ Root Word বা মূল শব্দের পরে যে Affix গুলো যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, তাদের Suffix বলে।
যেমন :
Faith + Full = Faithfull
Read + Able = Readable
 
Use + less = Useless
 
Prefix (উপসর্গ): যে Letter বা Letter সমষ্টি কোন Word এর পূর্বে যুক্ত হয়ে উহার কতকটা অর্থ পরিবর্তন সাধন করে, তাকে Prefix বলে।
অর্থাৎ Root Word বা মূল শব্দের পূর্বে যে Affix গুলো যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, তাদের Prefix বলে।
যেমন :
Dis + honest = Dishonest
Un + happy = Unhappy
 
Im + possible = Impossible
 
Infix: Root Word বা মূল শব্দের ভিতরে পরিবর্তন হয়ে  নতুন শব্দ তৈরি করলে, তাদের Infix বলে।
 যেমন :
 
Able - Ability
 
Life - live
 
Note :
 
এমন অনেক শব্দ আছে, যার পূর্বে Prefix এবং পরে Suffix উভয়ই বসতে পারে।
 
    যেমন :
Prefix +Root word+ Suffix
Unnecessarily = un + necessary + ly
Unstoppable = un + stop + able
 
Irregularly = ir + regular + ly
 
Unhelpful = un + help + ful
Disadvantageous = dis + advantage + ous
 
v Suffix & Prefix করতে হলে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে
Ø প্রচুর Vocabulary জানতে হবে
Ø Parts of speech এর  Noun, Adjective, Advereb, verb সম্পর্কে জানতে হবে
Ø কোনো Passage এর যথাযথ বাংলা অনুবাদ জানতে হবে
 
v বাক্যে Noun  এর  অবস্থান ।[Subject &object]
Ø Subject ও  object এর স্থানে
Ø Adjective, Article ও  possessive preposition এর পরে
Example: Toha loves her mother
 
v বাক্যে Adjective এর  অবস্থান ।[Before Noun]
Ø Noun এর পূর্বে
Ø The+Adjective +Noun [Article এর পরে Noun থাকলে তার মাঝে Adjective বসে]
Ø Adverb এর পরে
Example: Toha is a beautiful girl
 
v বাক্যে verb এর  অবস্থান ।[After subject]
 
Ø Subject এর পরে ।
Ø Modals এর পরে ।
Ø To এর পূর্বে ।
Example: Toha goes to shoping.
v  বাক্যে Adverb এর  অবস্থান ।[After verb]
Ø Verb এর পরে ।
Example: Toha walks slowl
Advrb এর পরে বসে।
 

 

Post a Comment

0 Comments